Deshbandhu College Recruitment 2025: দেশবন্ধু কলেজে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ! প্রতিমাসে বেতন পাবেন ২০ হাজার টাকা।

Deshbandhu College Recruitment 2025: চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের একটি সুখবর প্রকাশ করল দেশবন্ধু কলেজ, ইউনিভার্সিটি। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বিষয়ের একটি গবেষণামূলক প্রজেক্ট এর কাজ করার জন্য এই নিয়োগটি হতে চলেছে। যোগ্যতা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। দেশবন্ধু কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

এই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন চাকরি প্রার্থীরা। তাই অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন এবং পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদি বিশদে জেনে নিন।

নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য

নিয়োগকারী সংস্থাদেশবন্ধু কলেজ ইউনিভার্সিটি
প্রজেক্টর নামWaste water treatment using economic and sustainable porous materials
পদের নামপ্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতানিচে বিস্তারিত
নিয়োগ পদ্ধতিওয়াক ইন ইন্টারভিউ
মাসিক বেতন২০,০০০/- টাকা
ইন্টারভিউয়ের তারিখ০৫/০৫/২০২৫ ( দুপুর ২টো )

Read More: হিন্দু কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ! প্রতিমাসে বেতন ৫৭,৭০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

১) ইচ্ছুক চাকরিপ্রার্থীকে এই পদে আবেদন জানানোর জন্য প্রথম ডিভিশনে মাস্টার্স ডিগ্রী অর্জন করতে হবে।

২) এক্ষেত্রে শুধুমাত্র রসায়ন বা এর সমতুল্য বিষয়ে পোস্ট গ্রাজুয়েট চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

৩) নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া বিভিন্ন দক্ষতা থাকলে এক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন

Deshbandhu College Recruitment 2025 তে এই পদে নিযুক্ত কর্মীর প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে ২০,০০০/- টাকা বেতন পাবেন। এর পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলি বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।

বয়স সীমা (Deshbandhu College Recruitment 2025)

প্রতিটি চাকরিপ্রার্থীর আবেদনের জন্য যথাযথ যোগ্যতা থাকতে হবে। যোগ্য ব্যক্তিরা সর্বোচ্চ ২৮ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়োগের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বয়সের ছাড়

SC/ST চাকরিপ্রার্থীরাসর্বোচ্চ ৩৩ বছর পর্যন্ত
OBC চাকরিপ্রার্থীরাসর্বোচ্চ ৩১ বছর পর্যন্ত

নিয়োগ পদ্ধতি (Deshbandhu College Recruitment 2025)

  1. দেশবন্ধু কলেজ ইউনিভার্সিটির পক্ষ থেকে মে মাসের ৫ তারিখে সরাসরি ইন্টারভিউ এর আয়োজন করা হচ্ছে।
  2. এখানে চাকরিপ্রার্থীরা ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত হতে পারবেন।
  3. ইচ্ছুক চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এর দিনে নিজেদের সমস্ত নথিপত্র নিয়ে কলকাজি, নিউ দিল্লি তে অবস্থিত দেশবন্ধু কলেজের প্রিন্সিপাল অফিসে পৌঁছে যেতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  1. বায়োডাটা
  2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  3. বয়সের প্রমাণ
  4. ঠিকানার প্রমাণ
  5. পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি

Important Links

Deshbandhu College Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Goutam Mondal

Gautam Mondal is the owner and content creator of the WB Tathya website. With over six years of experience in crafting engaging social media content, he has honed his skills in writing and digital communication. Gautam holds a Bachelor of Arts degree from Barasat University and is passionate about delivering insightful and impactful content to his audience.

Leave a Comment