SINP Kolkata Recruitment 2025: কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স বা SINP অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করছে। মূলত চারটে গবেষণামূলক বিষয়ের উপর কাজ করার জন্য এই নিয়মটি করা হচ্ছে। যেখানে ইচ্ছুক প্রার্থীরা বায়ো ফিজিক্যাল সাইন্স, অটোমিক, নিউক্লিয়ার এবং হাই এনার্জি ফিজিক্স, থিওরিটিক্যাল ফিজিক্স, কনডেন্সড ম্যাটার, সারফেস ফিজিক্স এবং মেটেরিয়াল সাইন্স বিষয়ের উপর অভিজ্ঞ চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারেন।
এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বিভিন্ন তথ্যের সাথে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করার আগে অবশ্যই আজকের প্রতিবেদন থেকে সহজ ভাষায় আবেদনের সমস্ত বিবরণ বুঝে নিন।
নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য
নিয়োগকারী সংস্থা | Saha Institute of Nuclear Physics (SINP) |
পদের নাম | অ্যাসোসিয়েট প্রফেসর |
শূন্য পদের সংখ্যা | ১৫টি |
বয়স সীমা | সর্বোচ্চ ৩৫ বছর |
নিয়োগ পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৬/০৬/২০২৫ |
Read More: নাগপুর এইমসে স্থায়ী পদে কর্মী নিয়োগ! প্রতিমাসে ২১,০০০/- টাকা মাইনে পাবে।
পদ অনুসারে আবেদন যোগ্যতা
১) শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ের উপর PhD ডিগ্রী থাকলেই এক্ষেত্রে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে বায়ো ফিজিক্যাল সাইন্স এর জন্য বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি অথবা সমতুল্য বিষয়ে ডিগ্রী থাকতে হবে। অপরদিকে নিউক্লিয়ার ফিজিক্স বিষয়ের জন্য ওই বিষয়ের PhD ডিগ্রী থাকলে তবেই আবেদন জানাতে পারবেন।
২) পূর্ব অভিজ্ঞতা- প্রতিটি ক্ষেত্রে ডিগ্রি পাওয়ার পরবর্তী অন্ততপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীর কাছে।
৩) বয়স সীমা- এখানে নূন্যতম যেকোনো বয়স থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে যে কোন বয়সেই ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।
মাসিক বেতন (SINP Kolkata Recruitment 2025)
কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের অন্তর্গত বেতনক্রম ১২ অনুসারে মাসিক বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। পরবর্তী সময়ে বেতনের পরিমাণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হতে পারে।
নিয়োগ পদ্ধতি
ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে যোগ্যতা এবং অভিজ্ঞতার পরিকাঠামো যাচাই করা হবে। এরপর উপযুক্ত চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে নিয়োগ কারী সংস্থা। এরপর তালিকা অনুসারে যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
How To Apply For SINP Kolkata Recruitment 2025?
- এক্ষেত্রে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই আপনারা আবেদন জানাতে পারবেন।
- আবেদনের জন্য SINP -র অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্ট্রেশন করবেন।
- এরপর আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে জমা করতে হবে।
- আবেদনপত্রের সাথে অবশ্যই চাকরিপ্রার্থীর সিভি, পিএইচডি সার্টিফিকেট, রিসার্চ এক্সপিরিয়েন্স, কভার লেটার ইত্যাদি জমা করতে হবে।
Important Links
SINP Kolkata Recruitment 2025 | Click Here |
Official Notification | Download PDF |