WB Farmer Scheme 2025: সম্প্রতি রাজ্য সরকার চাষীদের জন্য দুর্দান্ত এক প্রকল্পে অর্থবৃদ্ধি ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বরাবরই দেশের দরিদ্র মানুষদের প্রতি সহানুভূতিশীল। এই কারণে গোটা রাজ্য জুড়ে একাধিক নিত্য নতুন প্রকল্প চালু করা হয়। রাজ্যের কোনো মানুষ যাতে অসহায় অবস্থায় দিন না কাটান, সেই দিকে কড়া নজরদারি মুখ্যমন্ত্রীর।
সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ার কারণে বিপুল পরিমাণে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই কারণেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কৃষকদের জন্য (WB Farmer Scheme 2025) নতুন নিয়ম ঘোষণা করা হলো।
রাজ্যের সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বিশদে জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদন।
Read More: রাজ্য সরকারের বড় পদক্ষেপ!কেন্দ্রের সাহায্য ছাড়াই এই প্রকল্পে দ্বিগুণ টাকা বরাদ্দ করল মমতা।
রাজ্যে কৃষকদের অবস্থা (WB Farmer Scheme 2025)
গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের সারা বছর পরিশ্রম করে ফসল তোলার মুখে বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এর মন কারণ হলো দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছেড়ে দেওয়া। এক্ষেত্রে মূলত হাওরা এবং তার পার্শ্ববর্তী একাধিক এলাকার কৃষকরা বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এর পাশাপাশি অকাল বর্ষণের ফলে দিশাহীন হয়ে পড়েছেন কৃষকেরা। ফসল ওঠার মুখে ফসলের জমি ভরে গিয়েছে জলে। অনেক কৃষককে সেই জলের মধ্যে দিয়ে গিয়েই ক্ষতিগ্রস্ত ফসল তোলার প্রচেষ্টা চালাতে হচ্ছে। মূলত বিস্তীর্ণ এলাকার আলু কৃষকেরা সমস্যার সম্মুখীন হয়েছেন।
এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশ
রাজ্যের কৃষকদের এবং অবস্থার কথা কানে যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজ্যের কৃষকদের যাতে কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয়, এই কারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পরিস্থিতির উন্নতি ঘটাতে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সকল নির্দেশাবলী (WB Farmer Scheme 2025) নিচে উল্লেখ করা হলো-
১) সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য বা MSP বাড়িয়ে ৯০০ টাকা করার কথা ঘোষণা করেছেন।
২) এছাড়াও যে সমস্ত আলো কৃষকদের ফসল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সব ফসল মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে কিনে নেবেন বলেও আশ্বাস দিয়েছেন।
৩) রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে ৩২১ কোটি টাকার বীমা ফান্ড তৈরি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘোষণায় ইতিমধ্যেই খুশি হয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তবে রাজ্যকে কোনো রকম পূর্বাভাস না দিয়েই ডিভিসির জল ছেড়ে দেওয়ার ঘটনাকে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী।
Important Links
WB Farmer Scheme 2025 | Click Here |